মুহিন শিপনঃ হারুনুর রশীদ (৪৫) একজন প্রতিবন্ধী। প্রায় ৪০ বছর আগে টাইফয়েড রোগে আক্রান্ত হয়ে বিকল হয়ে যায় তার দুই পা। সেই থেকে হাতে ভর করেই চলাফেরা করেন তিনি। বছর বিশেক আগে করেছেন বিয়ে। ৩ মেয়ে ও ১ ছেলেকে নিয়ে তাদের পরিবারের সদস্য সংখ্যা এখন ৬ জন। স্ত্রী একটি প্রাইভেট কিন্ডারগার্টেনে করেন ভুয়ার কাজ। স্ত্রীর বেতন বাবদ পাওয়া ৩ হাজার টাকা এবং মানুষের কাছে হাত পেতে যা পান তা দিয়েই চলে তার টানাপোড়েনের সংসার। তার সম্পত্তি বলতে ছিলো সরকারি খাস খতিয়ান ভূক্ত ভুমিতে নির্মিত একটি ঝুপড়ি ঘর ।
অল্প একটু বৃষ্টি হলেই পানিতে ভেসে যেতো সেই ঘর। সারাদিন রোদ-বৃষ্টিতে ভিজে ক্লান্ত হয়ে যখন তিনি ঘুমাতে যেতেন তখন স্বপ্ন দেখতেন একটি সুন্দর ঘরের। সীমিত আয়ে সংসার চালাতে হিমশিম খেতে থাকা হারুনুর রশীদের সেই স্বপ্ন এবার সত্যি হয়েছে হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘরে। মুজিববর্ষ উপলক্ষে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের অর্থায়নে নির্মিত এই ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে হারুনুর রশীদকে।
এবিষয়ে কথা বলতে গিয়ে আবেগআপ্লূত হয়ে হারুনুর রশীদ জানান, “আমি জিবনেও কল্পনা করছিনা পাকা ঘরে থাকতে পারমু, প্রধানমন্ত্রীর দয়ায় আমি ঘর পাইছি। তার দীর্ঘ হায়াত কামনা করি”
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুল ইসলাম জানান, মুজিব বর্ষ উপলক্ষে স্থানীয় সরকার বিভাগ সারাবাংলাদেশে ১ হাজার ঘর নির্মানের উদ্যোগ গ্রহণ করেছে। এরমধ্যে আমাদের উপজেলায় ১টি ঘর নির্মান করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিলো। উপজেলা পরিষদের নিজস্ব অর্থায়নে এই ঘরটি করে দেওয়া হয়েছে।
একই বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল জানান, মুজিববর্ষ উপলক্ষে শায়েস্তাগঞ্জ উপজেলায় মোট ৭২ টি ঘর দেওয়া হয়েছে। এরমধ্যে ৭০ টি ঘর সরাসরি সরকারি অর্থায়নে করা হয়েছে। বাকি ২ টির মধ্যে ১ টি ঘর উপজেলা পরিষদের অর্থায়নে প্রতিবন্ধি হারুনুর রশীদকে এবং ১ টি ঘর আমি ব্যক্তিগতভাবে মুক্তিযোদ্ধা গোলাম মোর্তোজা সাহেবকে করে দিয়েছি।