নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জ সদর উপজেলার ৮ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে (২৮ নভেম্বর) রবিবার। এদিকে নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ সকাল থেকে নির্বাচনে দ্বায়িত্বপ্রাপ্ত সদস্যগণ বিভিন্ন কেন্দ্রে পৌঁছে যাবেন।
হবিগঞ্জ সদর উপজেলার ৮ টি ইউনিয়নের ৪ টি কেন্দ্র ঝুকিপূর্ণ বলে মনে করছেন প্রার্থীরা। ইতোমধ্যে আইনশৃংখলা বাহিনী অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার করেছেন। সবচেয়ে ঝুকিপূর্ণ ৪ নং পইল ইউনিয়ন, ৯ নং নিজামপুর, ৫ নং গোপায়া ও ৬ নং রাজিউড়া ইউনিয়ন।
গতবছর নির্বাচনে পইল, নিজামপুর ও গোপায়া ইউনিয়নে সংঘর্ষ হয়েছিল। তাই প্রার্থীরা মনে করেন এসব ইউনিয়নে নিরাপত্তা জোরদার করতে হবে। তবে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন ঝুকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিজিবি, র্যাব, ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহলে থাকবে।
হবিগঞ্জ সদর উপজেলার ৮টি ইউনিয়নে ভোটার সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৬৮৪ জন ও প্রতিদ্বন্দ্বিতায় ৪৪৬ প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৩, সংরক্ষিত ওয়ার্ড সদস্য ১০১ ও সাধারণ ওয়ার্ড সদস্যের পদে ৩১২ জন।
রবিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।