নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের সদর ও নবীগঞ্জ উপজেলার ২১টি ইউনিয়নে শান্তি পূর্ণভাবে ভোট গ্রহন শুরু হয়েছে।
রবিবার(২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে এ ভোট গ্রহন শুরু হয়।
সকাল থেকেই ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘসারি লক্ষ্য করা গেছে। বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতিতে আরও বাড়ছে। প্রতিটি ভোট কেন্দ্রে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা কাজ করছে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে রয়েছে র্যাব ও বিজিবির সদস্যরা। মাঠে রয়েছে একাধিক ভ্রাম্যমান আদালত।
হবিগঞ্জ সদর ও নবীগঞ্জ উপজেলার ২১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯২ জন ও সাধারণ সদস্য পদে ৭৮০ জন ও সংরক্ষিত আসনের নারী সদস্য পদে ২৭৮ প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। ২১টি ইউনিয়নে মোট ভোটার রয়েছে ৩৭৮০৯১ জন।