আবুল হাসান ফায়েজ:
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চেয়ারম্যান পদে হবিগঞ্জের মাধবপুরে দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ।গতকাল রোববার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মুলতবী সভায় এই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মাধবপুর উপজেলায় আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেলেন- ১নং ধর্মঘর ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক মিজবাহুর পলাশ,২ নং চৌমুহনী ইউনিয়নে বর্তমানে চেয়ারম্যান আপন মিয়া,৩ নং বহরা ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আলাউদ্দিন, ৪ নং আদাঐর ইউনিয়নে উপজেলা যুবলীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান ফারুখ পাঠান, ৫নং আন্দিউড়া ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতিকুর রহমান,৬নং শাহজাহানপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বর্তমান চেয়ারম্যান বাবুল হোসেন খান, ৭ নং জগদীশপুর ইউনিয়নে সৈয়দ ইমরুল হাসান রাসেল,৮নং বুল্লা ইউনিয়ন আওয়ামীলীগ সেক্রেটারি শামীম রহমান,৯নং নয়াপাড়া ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোজাহিদ বিন ইসলাম, ১০ নং ছাতিয়াইন ইউনিয়নে হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফাতেমাতুজ্জোহরা রিনা,১১ নং বাঘাসুরা ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক এখলাছ মিয়া।
প্রসঙ্গত, তফসিল অনুযায়ী পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমার শেষ সময় ৯ ডিসেম্বর, বাছাই ১২ ডিসেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ ১৯ ডিসেম্বর করে পুনঃতফসিল করা হয়েছে। ভোট গ্রহণ ৫ জানুয়ারি।
এ ধাপের নির্বাচনে শুধু মাধবপুরের আন্দিউড়া ইউপিতে ইভিএমে ভোট অনুষ্ঠিত হবে।