নিজস্ব প্রতিবেদক, শায়েস্তাগঞ্জ :
আজ ৯ ডিসেম্বর। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে শায়েস্তাগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের দাউদনগর বাজারে ” আপনার অধিকার আপনার দায়িত্ব” দূনীতিকে না বলুন শিরোনামে মানববন্ধনের আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকতাবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
পরে সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা শফিকুর রহমান, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুর রহমান, শিক্ষক আব্দুল মন্নানসহ আরো অনেকেই।