মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে এক পাখি ব্যবসায়ী কে মারপিট করে পাখি ও কবুতর নিয়ে গেল দূর্বত্তরা। মঙ্গলবার রাতে পৌর শহরের স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে। ব্যবসায়ী সিদ্ধার্থ শংকর দত্ত জানান, তিনি বানেশ^র উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি তিনি পৌর শহরের স্টেডিয়াম এলাকায় অর্পিতা পাখি ঘর নাম দিয়ে পাখি ও কবুতর ব্যবসা করছেন।
মঙ্গলবার রাত ১২ টার দিকে তিনি দোকানের মালামাল গুলো ভিতরে রেখে বাসায় যাবার যখন প্রস্তুতি নিচ্ছিলেন তখন ১০ জনের একদল দূর্বত্ত দোকানের ভিতর প্রবেশ করে তাকে ধারালো অস্ত্রের মুখে হাত,পা বেঁধে মারপিট করে সাড়ে ৪ লাখ টাকার কবুতর ও প্রায় ২০ হাজার টাকার মূল্যের পাখি নিয়ে যায়। বুধবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
মাধবপুর থানার উপ-পরিদর্শক( এসআই) পৌর বিট কর্মকর্তা ফজলে রাব্বি জানান, যারা এই ঘটনায় জড়িত তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।