সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)” হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২১ পালন করা হয়েছে। এ উপলক্ষে প্রতিবছরে ন্যায় এবার ও শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসন ১৪ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা আয়োজন করে। উপজেলা নিবার্হী অফিসার মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা একাডেমী সুপার ভাইজার জগদিশ দাশ এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশীদ তালুকদার ইকবাল। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ সরদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকতার্ ডাঃ রমা পদ দে, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ আলী, নুরপুর ইউপি চেয়ারম্যান মোঃ মুখলিছুর রহমান, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আজিজুল হাসান চৌধুরী, বীরমুক্তি যোদ্ধা হামিদুল হক চৌধুরী মাহতাব, কাজী গোলাম মতুর্জা, আঃ হামিদ মোল্লা, শায়েস্তাগঞ্জ পাবলিক লাইব্রেরী প্রতিষ্ঠাতা সম্পাদক ও সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, শায়েস্তাগঞ্জ জহুর চান বিবি মহিলা কলেজ অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, সিলেট বিভাগের প্রথম শহীদ বীরমুক্তি যোদ্ধা মফিল হোসেন এর পুত্র সফিকুল ইসলাম, ফায়ার সার্ভিস ডিফেন্স ইনচার্জ মোঃ ইব্রাহিম, পৌর মুক্তিযোদ্ধার সন্তান কমিটি সহ-সভাপতি শহীদুল ইসলাম টিপু, শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশীদ তালুকদার, বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জালাল আহাম্মেদ, শায়েস্তাগঞ্জ মেসার্স মা ফিলিং ষ্টেশনের প্রোঃ মোঃ কদর আলী, শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর প্রমূখ। এদিকে আলোচনা সভার পূর্বে সকাল ৯টায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে মুক্তিযোদ্ধা কার্যালয়ের প্রাঙ্গঁনে ১৯৭১ সালে পাকবাহিনীর হাতে ১১ জন নির্মম ভাবে হত্যা গণ কবরে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা ও পৌরসভা মেয়র-কর্মকতার্- কর্মচারীরা পৃথক ভাবে তাদের প্রতি শ্রদ্ধা দিয়ে পুস্পস্তবক অর্পন ও বধ্য ভূমি উদ্ভোধন করেন। প্রধান অতিথি বক্তব্য বলেন, আমাদের বুদ্ধিজীবীরা ছিলেন সূর্য সন্তান। ১৯৭১ সালে বুদ্ধিজীবী হত্যাকান্ডে বাঙালি জাতির যে ক্ষতি হয়েছে, যে মেধাশূন্যতা তৈরী হয়েছে, তা আজও পূরণ হয়নি। তাঁদের সম্পর্কে বলে শেষ করা যাবে না। তাদের বিবেক ছিল আমাদের সম্পদ। যারা তাদেরকে হত্যা করেছে , তাদের বিচার না হলেও যারা এর সাথে জড়িত তাদের বিষয়ে সজাগ থাকতে হবে। তিনি আরও বলেন, নিশ্চিত পরাজয় জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি বিশ্বাসঘাতকদের সহায়তায় বেছে বেছে জাতির মেধাবী সন্তানদের হত্যা করেছিল। হত্যার তালিকায় ছিলেন শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, সংস্কৃতিসেবী, সাংবাদিক, প্রকৌশলীসহ বিভিন্ন পেশার মানুষ। ঘাতকদের উদ্দেশ্য ছিল এ জাতিকে মেধাশূন্য করে ফেলা। যাতে করে দেশ স্বাধীন হলেও এই দেশ স্বাধীনতার পুরো সুফল ভোগ করতে না পারে। এই ক্ষতি কখন ও পূরণ হবে না। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে উপহার দিয়েছিলেন স্বাধীন বাংলাদেশ। তিনি বাঙালি জাতিকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন। আজ জাতির পিতার সুযোগ্য কন্যা সে স্বপ্ন বাস্তবায়ন করছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। কিন্তু দেশের উন্নয়ন অগ্রগতির চাকাকে পথরুদ্ধ করে দিতে একাত্তরের পরাজিত শক্তি নানা অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।