নিজস্ব প্রতিবেদক, শায়েস্তাগঞ্জ :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ আক্কাছ আলী (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব -৯।
আক্কাছ আলী উপজেলার দক্ষিণ বড়চর গ্রামের মো. আব্বাস আলীর ছেলে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে র্যাব-৯, সিপিসি-১, (শায়েস্তাগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল পৌরসভার ২ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।
বুধবার র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
তার বিরুদ্ধে শায়েস্তাগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।