নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জ সদর হাসপাতালে সামনে পুরাতন খোয়াই নদী থেকে ৪০ বছর বয়সের অজ্ঞাত নামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে হবিগঞ্জ সদর থানা পুলিশ।
শনিবার (১৮ ডিসেম্বর) সকাল ৮ টার সময় পুরাতন খোয়াই নদীর পানিতে অজ্ঞাত ব্যক্তির লাশ ভেসে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেয়।
পরবর্তীতে হবিগঞ্জ সদর থানার এএসআই আব্দুল ওয়াহাব অন্যান্য পুলিশ সদস্যদের সাথে নিয়ে ওই অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
এ বিষয়ে এএসআই আব্দুল ওয়াহাব বলেন,উদ্ধারকৃত অজ্ঞাত লাশের বয়স আনুমানিক ৪০ বছর হবে বলে জানান।