বাহার উদ্দিন, লাখাই থেকে :
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মরমী সাধক,কবি,অসংখ্য মরমী গান ও কবিতার রচয়িতা শেখ ভানু শাহ এর ১০২ তম বার্ষিক ওরস আজ উপজেলার ভাদিকারা গ্রামে অবস্থিত মাজারে অনুষ্টিত হচ্ছে।
প্রতিবছরের ন্যায় এ বছরও শেখ ভানু শাহ এর বার্ষিক ওরস বুধবার(১৪ পৌষ মোতাবেক ২৯ ডিসেম্বর) ভাদিকারার মাজারে অনুষ্টিত হচ্ছে।ওরসে শেখ ভানু শাহ এর ভক্তবৃন্দ ও তার আশেকান দের পদভারে মুখরিত হয়ে উঠবে মাজার প্রাঙ্গন।
ওরস উপলক্ষে সারারাতব্যাপী মিলাদ মাহফিল,জিকিরআসকার ও তাফসির মাহফিল এর আয়োজন করা হয়েছে।ওরসে মরমী গানের আসর বসে।ভোরে আখেরি মোনাজাত ও তাবারক বিতরনের মধ্য দিয়ে ওরসের সমাপ্তি ঘটবে।
এ ব্যাপারে মাজারের খাদেম ও শেখ ভানু শাহ এর প্রপৌত্র ছায়েদুল ইসলাম জানান ওরসের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমরা ওরস উপলক্ষে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকাল বেলা থেকে সারারাত ব্যাপী ওয়াজ মাহফিল এর আয়েোজন করেছি।
১৪ পৌষ সারারাত ব্যাপী জিকিরআসকার ও মরমীগানের আসর বসে।তাবারক বিতরনের মধ্য দিয়ে ওরসের সমাপ্তি ঘটবে।ওরস উপলক্ষে মাজার প্রাঙ্গনে মেলা বসছে। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দোকানীরা নানা পন্য সামগ্রীর পসরা নিয়ে বসে গেছে।তত্ত্বজ্ঞানী মরমী সাধক উপজেলার ভাদিকারা গ্রামে ১৮৪৯ মতান্তরে ১৮৫৯ সালে জন্ম গ্রহন করেন।তিনি ১৯১৯ সালে দেহ ত্যাগ করেন।