মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকেলে দিকে উপজেলার তেলিয়াপাড়া রেললাইনের পশ্চিম পাশে ডুবা থেকে ওই ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করা হয়।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক বলেন, শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া রেললাইনের পশ্চিম পাশে একটি ডুবা থেকে এক ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।