নিজস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নে নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘন করে শোডাউন ও শোভাযাত্রা বের করায় ৮ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেনকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে জগদীশপুর ইউনিয়নে প্রার্থীর প্রতীক ও ছবি সম্বলিত টিশার্ট পরিধানে করে মিছিল বের করার কারণে ৮ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আব্দুল হামিদকেও ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (৩জানুয়ারি) দুপুরে এই অভিযান এ জরিমানা করা হয়।
নির্বাচনী আচরন বিধি প্রতিপালনে পরিচালিত ভ্রাম্যমান আদালত উল্লেখিত দুই মেম্বার প্রার্থীকে এ জরিমানা আরোপ করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিউদ্দিন আহমেদ।