স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে করোনার টিকা বোস্টার ডোজ প্রদান। এই টিকা ৬০উর্ধ্ব ব্যাক্তি, স্বাস্থ্য বিভাগের সকল কর্মকতার্ কর্মচারী, আইন শৃংখলাবাহিনীর সদস্য এবং প্রশাসনের বিভিন্ন কর্তাব্যাক্তিগণ পাবেন। জেলা সদর হাসপাতালের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই বোস্টার ডোজ প্রদান শুরু হয়েছে।
গতকাল সোমবার জেলা প্রশাসক ইশরাত জাহান আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন। গতকাল পর্যন্ত জেলায় বোস্টার ডোজ গ্রহন করেছেন ১৬৮জন।
এছাড়া উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড পযার্য়ে করোনার ১ম ডোজ দেওয়া শুরু হয়েছে। গতকাল সোমবার সারা জেলায় প্রথম ডোজ গ্রহণ করেছেন ১৩৭৫৩জন এবং দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ২৬৬৭জন।
এদিকে ইউনিয়ন পর্যায়ে টিকা প্রদানের তথ্য অনুসারে শুধুমাত্র সিনোব্যাগ গ্রহণে উপজেলা ভিত্তিক পর্যালোচনায় দেখা যায়, আজমিরীগঞ্জে ৪৭৫ বানিয়াচংয়ে ১২০০ নবীগঞ্জে ০ বাহুবলে ১৪৮৫ চুনারুঘাটে ৪২৭ সদরে ৭১৪ লাখাইয়ে এবং মাধবপুরে ১১৫ জন প্রথম ডোজ গ্রহণ করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ এ কে এম মোস্তাফিজুর রহমান, সাবেক স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডাঃ দেবপদ রায়, হাসপাতালের তত্ত্বাধায়ক ডাঃ আমিনুল ইসলাম সরকার, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোখলেছুর রহমান উজ্জল, মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক প্রমুখ। উল্লেখ্য যে, জেলায় ১লক্ষ ৪১ হাজার ৬০০ ডোজ এই সিনোব্যাক টিকা মওজুদ আছে।