সৈয়দ হাবিবুর রহমান ডিউক :
স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া “শিক্ষা শান্তি প্রগতির’ পতাকাবাহী সংঘটন বাংলাদেশ ছাত্রলীগের শায়েস্তাগঞ্জ উপজেলা শাখা নানা আয়োজনে প্রতিষ্টাবার্ষিকী পালন করেছে।
প্রতিষ্ঠার এই গৌরবময় দিনটি উদযাপনে বাংলাদেশ ছাত্রলীগ শায়েস্তাগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ০৪ জানুয়ারী মঙ্গলবার সকাল ১০ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়, ও দুপুর ১২ টায় শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি প্রসেঞ্জিত চন্দ্র দেব, সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান রাসেল, শায়েস্তাগঞ্জ পৌর ছাত্রলীগের সংগ্রামী সভাপতি হাবিবুর রহমান বিলাল, সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন সুমন, কলেজ ছাত্রলীগের সভাপতি জয়নাল সরদার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ সহ শায়েস্তাগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ।
পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়,এ সময় নেতারা জানান, মংগলবার (৪ জানুয়ারী) গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের একেকটি সিঁড়ি বেয়ে ৭৪ বছরে পদার্পণ করেছে। শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রলীগ শিক্ষা শান্তি প্রগতির মূল মন্ত্রে দিক্ষিত হয়ে গৌরবগাঁথা ইতিহাসকে সমন্বিত রাখতে ও জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ বাস্তবায়নের পথে আরোও এক ধাপ এগিয়ে নিতে সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।