মুহিন শিপনঃ
শায়েস্তাগঞ্জে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ হাসেম মিয়া (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ উপজেলার অলিপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার দেহ তল্লাশি করে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃত হাসেম মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের বিশাউড়া গ্রামের মতিন মিয়ার ছেলে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব এর সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।