রুবেল, মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে ১০বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিলসহ শিপন মিয়া (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সে মাধবপুর উপজেলার বড় ধলিয়া ৭নং জগদীশপুর গ্রামের কাউছার মিয়ার ছেলে । শনিবার ৮ই জানুয়ারি বিকেলে গোপন সংবাদের ভিত্তিত্বে হরষপুর তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এএসআই জিয়াউর রহমান এর নেতৃত্বে পুলিশ উপজেলার দক্ষিণ সুরমা সাব-বাড়ি মাজার রোড এলাকায় অভিযান চালিয়ে মাদক ফেনসিডিলসহ’ শিপন মিয়াকে আটক করে।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।