নিজস্ব প্রতিবেদক :
শায়েস্তাগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ মাসের দন্ডপ্রাপ্ত পলাতক আসামি ফরিদ মিয়া (৩০) কে গ্রেফতার করেছে।
সোমবার (৭ফেব্রুয়ারি) বিকালে শায়েস্তাগঞ্জ থানার একদল পুলিশ পৌর এলাকার মহলুল সুনাম গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। সে শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১টি মামলায় আদালত কর্তৃক সাজা হওয়ার পর থেকে সে পলাতক ছিলো।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব এর সত্যতা নিশ্চিত করে দৈনিক শায়েস্তাগঞ্জকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। আগামিকাল (০৮ ফেব্রুয়ারি) তাকে আদালতে প্রেরণ করা হবে।