সৈয়দ সালিক আহমেদ :
‘বাংলা ইশারা ভাষার প্রসার, শ্রবন প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’’ এই প্রতিপাদ্য বিষয়কে সামেনে রেখে হবিগঞ্জে বাংলা ইশারা ভাষা দিবস পালন করা হয়। গতকাল সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও শ্রবন প্রতিবন্ধীদের মাঝে শ্রবন যন্ত্র প্রদান করা হয়।
আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান। প্রধান অথিতির বক্তব্যে তিনি বলেন, প্রতিবন্ধীরাও সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ। তাদেরকে কখনো অবহেলার চোখে দেখার কোন সুযোগ নেই। রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় প্রতিবন্ধীরা অন্যান্য সুস্থ্যসবল মানুষের সাথে সফলতার সাথে কাজ করে যাচ্ছে। পরিবার থেকে শুরু করে সমাজ রাষ্ট্র প্রতিটি ক্ষেত্রে তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে হবে। বর্তমান সরকার প্রতিবন্ধীদের প্রতিভাকে সম্মান জানিয়ে বাংলাদেশ টেলিভিশন এবং মাই টিভিতে ইশারা ভাষায় সংবাদ প্রচার করছে।
এসময় জেলা সমাজসেবা কার্যালয় সুত্রে জানানো হয়, দেশের জনসংখ্যার প্রায় ১০ শতাংশ মানুষ বিভিন্নভাবে প্রতিবন্ধী। হবিগঞ্জ জেলায় মোট প্রতিবন্ধী ২৯৯১৮জন, এরমধ্যে শ্রবন প্রতিবন্ধী ৩১৮৫জন।
উপপরিচালক জেলা সমাজসেবা মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্ত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, সহকারী পরিচালক সমাজসেবা সিরাজুম মুনীর আফতারী, মোঃ জালাল উদ্দিন, প্রতিবন্ধী পূনবাসন কেন্দ্রের প্রিন্সিপাল ফজলুল হক, ডাঃ আব্দুর রব, কারিতাসের গহর চান নায়েক, প্রতিবন্ধী সূবর্ণা ঝরা, তাহির মিয়া প্রমুখ। আলোচনা সভা শেষে জেলার ৮জন শ্রবন প্রতিবন্ধীকে শ্রবনযন্ত্র প্রদান করা হয়।