নিজস্ব প্রতিবেদক :
শায়েস্তাগঞ্জে সাংবাদিক এ.কে.এম ফজলুল হক সেলিম এর মৃত্যুতে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৮ ফেব্রুয়ারী মঙ্গলবার বাদ মাগরিব সাংবাদিক সেলিম এর মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব।
শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ স ম আফজল আলী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন এর পরিচালনায় শোকসভায় সাংবাদিক মরহুম সেলিম এর সৃতিচারণ করেন – সাবেক সভাপতি এডভোকেট হুমায়ূন কবির সৈকত, অধ্যাপক ফিরুজুল ইসলাম চৌধুরী, আব্দুর রকিব, সাংবাদিক সেলিম চৌধুরীর চাচা বিশিষ্ট মুরুব্বি জাকির হোসেন তালুকদার , সেলিম চৌধুরীর ছোট ভাই শাকিম চৌধুরী, জহুরচাঁন বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন, সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি নওরুজুল ইসলাম চৌধুরী, সিনিয়র সদস্য সৈয়দ আজিজুর রহমান সয়ফুর, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন, কোষাধ্যক্ষ কামরুল হাসান, এডভোকেট আব্দুল আলিম তালুকদার, সমিরন চক্রবর্তী, মঈনুল হক শাহিন, রামেন্দ্র কিশোর মিত্র, আব্দুল হক রেনু, সৈয়দ শাহান শাহ পীর, মাসুক ভান্ডারী, সাখাওয়াত হোসেন টিটু, এডভোকেট দেলোয়ার ফারুক তালুকদার শাহজান, সাইফুর রহমান ফয়সাল, শামিম আহমেদ প্রমূখ।
এর আগে পবিত্র কোরআন খতম করা হয়। মরহুম এর রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া করা হয়।
উল্লেখ্য যে গত ২ ফেব্রুয়ারি রাত ২ টার সময় এ.কে.এম ফজলুল হক চৌধুরী সেলিম হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।