লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাইয়ে উপজেলা সদরের গনশৌচাগারের বেহাল দশা, জনগন ভোগান্তিতে।
উপজেলার প্রাণকেন্দ্র উপজেলা পরিষদ মিলনায়তনের পাশে নির্মিত গনশৌচাগারে পানি সরবরাহ না থাকায় উপজেলা সদরে আগতদের প্রয়োজনীয় ক্ষেত্রে ভোগান্তিতে পড়তে হচ্ছে প্রতিনিয়ত। অথচ উপজেলা সদরে আগতদের ভোগান্তি লাঘবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর এর অর্থায়নে ৮ লক্ষাধিক টাকায় নির্মিত হয়েছে এ গনশৌচাগারটি।
বিগত ২০ জুন/২০২১ সংশ্লিষ্ঠ ঠিকাদার মেসার্স ইউনুস এন্ড ব্রাদার্স উপজেলা প্রশাসনের নিকট এটি হস্তান্তর করেন। হস্তান্তরের পর থেকে কিছু দিন পর থেকেই কে বা কারা এ শৌচাগারের পানি সরবরাহের ট্যাপ গুলো নিয়ে যায়।
এতে পানি সরবরাহ বন্ধ হয়ে এটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। ফলশ্রুতিতে আগতদের প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে উপজেলায় কোন বড় অনুষ্টানাদি থাকলে ভোগান্তি বেড়ে যায়।
এদিকে উপজেলা প্রাঙ্গনে অবস্থিত শৌচাগারের পানির ট্যাপ খোয়া যাওয়ায় দায়িত্বরত নৈশ প্রহরীদের দায়িত্বে অবহেলাকেই দায়ী করছেন ভুক্তভোগীরা।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীক উদ্দীন এর সাথে আলাপকালে জানান, বিষয়টি আমার দৃষ্টিগোছর হয়েছে।প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।