সৈয়দ সালিক আহমেদ :
বিশ্ব তামাকমুক্ত দিবসের আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, দেশের মানুষের স্বাস্থ্য এবং আর্থসামাজিক উন্নয়নের লক্ষে সরকার ২০৪০ সালে মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত করার ঘোষণা দিয়েছে।
অনেক সময় আমাদের যুব সমাজ সিগারেট বা বিভিন্ন জাতের তামাকের দিকে দাবিত হওয়ার পর একটু একটু করে তাকে মাদকের করাল থাবা গ্রাস করে ফেলে, এতে করে একটি সুন্দর পরিবার ধ্বংস হয়ে যায়। নিজের এবং পরিবারের স্বার্থে আমাদের প্রত্যেককে স্বস্ব অবস্থান থেকে তামাক জাতীয় দ্রব্য পরিহার করে এসবের বিরুদ্ধে সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।
‘পরিবেশ রক্ষা করো’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল মঙ্গলবার বিশ্ব তামাক মুক্ত দিবসের র্যালি শেষে আলোচনা সভায় তিনি একথা বলেন।
অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) মিন্টু চৌধুরীর সভাপতিত্ত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মল নুরুল হক, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মোখলেছুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ মুনিরুজ্জামান, জেলা সমাজসেবা কর্মকতার্ মোঃ হাবিবুর রহমান, হবিগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান শামীম, জেলা তথ্য কর্মকতার্ পবন চৌধুরী, জেলা শিক্ষা কর্মকতার্ মোহাম্মদ রুহুল্লা, বিটিভি জেলা সংবাদ প্রতিনিধি মোঃ আলমগীর খান সাদেক প্রমুখ।