বাহার উদ্দিন, লাখাই :
হবিগঞ্জের লাখাইয়ে ঈদ উপলক্ষে খাদ্য সহায়তা প্রদান কর্মসূচির আওতায় ভিজি এফ এর চাল বিতরণ।
লাখাই প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সুত্রে জানা যায় লাখাই উপজেলা ৬টি ইউনিয়নে ৬৪ মেঃটন ৬শত ৯০ কেজি চাল বৃহস্পতিবার(৭ জুলাই)সকাল ১১টায় ৬হাজার ৪শত ৬৯ জনের মাঝে বিতরণ করা হয়েছে।
তন্মধ্যে লাখাই ইউনিয়নে ১১৪৯ জন মোড়াকরি ইউনিয়নে ১০৭২ জন মুড়িয়াউক ইউনিয়নে ১১৩২ জন বামৈ ইউনিয়নে ১২০০ জন বুল্লা ইউনিয়নে ৯৪৮ জন করাব ইউনিয়নে ৯৬৮ জন পরিবারের এ সব চাল বিতরণ করা হয়েছে।
সরেজমিনে বামৈ ইউনিয়নে টেক অফিসার লাখাই উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মজনুর রহমানের উপস্তিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঈদ উপলক্ষে খাদ্য সহায়তা প্রদান কর্মসূচির আওতায় ভিজিএফ এর চাল জন প্রতি ১০ কেজি চাল বিতরণ করা হয়েছে।