


মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে সিএনজি ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৫ পোশাক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
সোমবার রাত ১১ টায় উপজেলার পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের সুরমা চা বাগান কাঠালবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন সুরমা চা বাগান মাহজিলের নারী পোশাক শ্রমিক রেহেনা (৩০), জোসনা (৩২), নির্মল (২৫), নাজমা (৩৫), সুমন মিয়া (২৫)।
তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মুজিবুর রহমান চৌধুরী জানান, সোমবার রাতে স্থানীয় ফারইস্ট পোশাক কারখানা থেকে সিএনজি যোগে সুরমা চা বাগান মাহজিলে তাদের বাড়িতে যাওয়ার পথে সুরমা চা বাগান থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে উভয় যানবাহনের ৫ জন আহত হয়। এরমধ্যে রেহেনার অবস্থা খুবই আশংকাজনক। তাকে সিলেট আইসিওতে রাখা হয়েছে। অন্য ৪ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।