শেখ মোঃ হারুনুর রশিদ,চুনারুঘাট থেকে :
জনগণের সেবা অব্যাহত রাখতে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে।একটা দল আছে যারা সাধারণ মানুষের উন্নয়ন সহ্য করতে পারেনা।এরা নিজেদের বাড়িতে নিজেরা সাহেব।নিজেরা চেয়ারে বসতে চায় তবে অন্যদের চেয়ারে বসতে দেখতে পারেনা।এই ধরনের লোকদের দিয়ে যাহাতে কখনো সরকার গঠন না হয় সে দিকে লক্ষ্য রাখতে হবে।রাজাকার আলবদর আলসামস যাহাতে কোন দিন রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে সেটা মনে রাখতে হবে।আমরা সাধারণ মানুষ অতীতে অত্যন্ত দুঃসময়ে ঐক্যবদ্ধ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে এই আসনে(চুনারুঘাট-মাধবপুর)নৌকা উপহার দিয়েছি।জনগণের সেবা চলমান রাখতে আমরা আগামী দিনও প্রধানমন্ত্রীকে নৌকা প্রতীকে ভোট দিব।
নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও জয়যুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।
সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের অধীনে ৬০০ পরিবারকে ভেড়ার গৃহ নির্মাণ উপকরণ।ক্যান্সার,কিডনি,লিভার সিরোসিস,স্ট্রোকে প্যারালাইজড,জন্মগত হৃদরোগ ও থ্যালাসিমিয়া রোগীদের মাঝে অনুদান এবং উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক(আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষন ভাতার চেক বিতরন অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী মাহবুব আলী।হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার(১৩ এপ্রিল)বেলা ১১ টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ মাহবুব আলী এমপি।
উপজেলা সমাজ সেবা অফিসার বারেন্দ্র চন্দ্র রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর,প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোছাব্বির হোসেন বেলাল,মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি আবিদা খাতুন,ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান,উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সৈয়দ মোতাব্বির আলি,সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার আলী,থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রাশেদুল হক,আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সজল দাস,পৌর আওযামীলীগ সভাপতি মোঃ আবু তাহের,মহিলা বিষয়ক কর্মকর্তা রুমানা আক্তার,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ,খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ আবুল হোসেন,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও রাণীগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন,দেওরগাছ ইউপি চেয়ারম্যান মুহিতুর রহমান রুমন ফরাজী,সাটিয়াজুরী ইউপি চেয়ারম্যান আব্দালুর রহমান আব্দাল,চুনারুঘাট সদর ইউপি চেয়ারম্যান মোঃ রোমান চৌধুরী,বাংলাদেশ চা-শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারন সম্পাক নৃপেন পাল,উপজেলা কৃষকলীগের সভাপতি মুজিবুর রহমান,সাধারণ সম্পাদক জামাল হোসেন,ইলেক্ট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ ছাত্রলীগ,আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।
উল্লেখ্য, আলোচনা সভা শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে ৬০০ পরিবারকে ভেড়ার গৃহ নির্মাণ উপকরণ,সমাজ সেবা অধিদপ্তর থেকে ক্যান্সার,কিডনি,লিভার সিরোসিস,স্ট্রোকে প্যারালাইজড,জন্মগত হৃদরোগ ও থ্যালাসিমিয়া ২৩ জন রোগীদের মাঝে জনপ্রতি ৫০ হাজার টাকা করে সাড়ে ১১ লক্ষ টাকার চেক ও
মহিলাদের জন্য আয়বর্ধক(আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মাঝে ৬ লক্ষ টাকাসহ মোট সাড়ে ১৭ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।