বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৩:৩৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

প্রথম ফ্লাইটে ফিরলেন ৪১৯ হাজী

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭
Muslim pilgrims circle the Kaaba, the cubic building at the Grand Mosque in the Muslim holy city of Mecca, Saudi Arabia, Tuesday, Sept. 22, 2015. More than 2 million Muslims have begun the first rites of the annual hajj pilgrimage, which draws people from around the world to Mecca and areas around it to perform a series of rituals and prayers aimed at ultimately erasing past sins. (AP Photo/Mosa'ab Elshamy)

অনলাইন ডেস্ক : ৪১৯ জন হাজী নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি হজ ফ্লাইট ঢাকায় ফিরেছে।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে বোয়িং ৭৭৭-৩০০ ইআর মডেলের বিমানটি হাজিদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ জানান, প্রথম ফিরতি হজ ফ্লাইট বিজি২০১২ সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ঢাকায় অবতরণের কথা থাকলেও জেদ্দা বিমানবন্দরে বিভিন্ন ফ্লাইটের যাত্রীদের অতিরিক্ত চাপের কারণে নিরাপত্তা তল্লাশিতে বেশি সময় লাগে। এতে দেরি হওয়ায় রাত ৮টা ২০ মিনিটে সেটি অবতরণ করে।

এ বছর সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১৭ হাজার ১৯৮ জন হজ পালনের উদ্দেশে সৌদি আরব যান। তাদের ফিরিয়ে আনতে বিমানের ৩০টি নিয়মিত ফ্লাইটের বাইরেও ১৬৯টি ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। আগামী ৫ অক্টোবরের মধ্যে সব হাজি দেশে ফিরতে পারবেন।

এদিকে, সৌদি আরবে অবস্থানরত ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান হজ অফিসে এক পর্যালোচনা সভায় বলেন, এ বছর এক লাখ ২৭ হাজার ২২৯ জন বাংলাদেশি হজ পালন করেছেন, যা অতীতের যে কোনও সময়ের চেয়ে বেশি।

সৌদি আরব সরকারের তথ্য অনুযায়ী, এ বছর সারা পৃথিবী থেকে ২৩ লাখ ৫২ হাজার হজ পালন করেছেন। এদের মধ্যে সৌদি আরবের বাইরে থেকে এসেছেন ১৭ লাখ ৫২ হাজার। এ পর্যন্ত সৌদি আরবে মোট ৭৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!