লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাইয়ে থানা পুলিশের পৃথক অভিযানে ১২০৫ পিস ইয়াবা ট্যাবলেট,১ লক্ষ ৩ হাজার টাকা সহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আবুল খায়ের এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক ( তদন্ত) চম্পক দাম, উপপরিদর্শক ( এসআই) শৈলেশ চন্দ্র দাস ও সঙ্গীয় পুলিল ফোর্স গোপন সংবাদ এর ভিত্তিত অভিযান চালিয়ে উপজেলার মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি গ্রামের জুনাইদ মিয়ার পুত্র জুমেল(৩০), সুবিদপুর গ্রামের আয়াত আলীর পুত্র পাতা মিয়া এবং বামৈ ইউনিয়ন এর ভাদিকারা গ্রামের জহুর আলীর পুত্র আক্রাম আলী(৪০) কে ১২০৫ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১ লক্ষ ৩ হাজার টাকা সহ আটক করে থানায় নিয়ে আসে।সেই সাথে মাদক কারবারিদের ব্যবহৃত সি এন জি চালিত অটোরিকশা টি আটক করা হয়েছে।
এ বিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আবুল খায়ের এর সাথে আলাপকালে ইয়াবা ট্যাবলেট সহ ৩ জনকে আটক এর বিষয়টি নিশ্চিত করে বলেন এ আগামীকাল বুধবার সংসলিষ্ট আদালতে প্রেরন করা হবে।