খন্দকার অালাউদ্দিনঃ চুনারুঘাটে ৫২ বস্তায় ৪০ কেজি করে ভারতীয় চা পাতা ও পিকআপ ভ্যানসহ চালককে অাটক করেছেন ইউপি চেয়ারম্যান অালহাজ্ব অাবেদ হাসনাত চৌধুরী সনজু।
গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় এলাকাবাসীরা সহযোগিতা নিয়ে গত রাত দেড়টার দিকে উপজেলার রাজার বাজার এলাকা থেকে অাটক করা হয়। পরে চেয়ারম্যান সনজু চৌধুরী ও রাজার বাজারবাসী চা পাতা পিকআপ ভ্যানটি আটক করে পুলিশ খরব দেন। চুনারুঘাট থানার এস আই আতাউর রহমান ও এএসআই আলমাছ চা পাতাসহ পিকআপ ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, ভারতীয় চাপাতা ও পিকঅাপ ভ্যানসহ চালকে অটক করা হয়েছ। সাথে ৫২ বস্তা চা পাতা জব্দ করা হয়েছে। পুলিশ অারোও জানায়, চিমটিবিল থেকে পিকঅাপ ভ্যানটি এসেছে বলে প্রাথমিক ধারনা হয়েছে।