শনিবার, ১২ জুলাই ২০২৫, ১০:০৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
হবিগঞ্জ জেলার অনলাইন নিউজ পোর্টালের মধ্যে অন্যতম ও সংবাদ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী গণমাধ্যম দৈনিক শায়েস্তাগঞ্জ ডট কম-এ জরুরী ভিত্তিতে হবিগঞ্জ,নবীগঞ্জ,শায়েস্তাগঞ্জ,চুনারুঘাট,মাধবপুর,বাহুবল,বানিয়াচং,আজমিরিগঞ্জ,থানার সকল ইউনিয়ন,কলেজ, স্কুল থেকে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ যোগাযোগ করুন নিম্ন ঠিকানায় ইমেইল করার জন্য বলা হলো। Email : shaistaganjnews@gmail.com Phone: 01716439625 & 01740943082 ধন্যবাদ, সম্পাদক দৈনিক শায়েস্তাগঞ্জ

লাখাইয়ে মোবাইল কোর্ট অভিযানে গাঁজা সেবনের প্রস্তুতিকালে আটক ১

দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক ::
  • আপডেট টাইম :: বুধবার, ২১ এপ্রিল, ২০২১

লাখাই প্রতিনিধি : হবিগঞ্জের লাখাইয়ে কোর্ট অভিযান পরিচালনা করে আটককৃত ০১ জন কে জরিমানা ও বিনাশ্রম কারাদণ্ড প্রদান।

গতকাল মঙ্গলবার (২০ এপ্রিল) দিনগত রাত ১১.২০ ঘটিকার সময় লাখাই উপজেলার সন্তোষপুর এলাকার রাধানগর স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় ঐ স্থানে গাঁজা সেবনের প্রস্তুতিকালে মোঃ নাছির মিয়ার পুত্র আসামী মোঃ ফরহাদ মিয়া (২৭) এলাকাবাসী ও পুলিশের নিকট হাতেনাতে ধৃত হয়।

সূত্রে জানা যায়, আসামী মোঃ ফরহাদ মিয়া (২৭) বি-বাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার শ্রীঘর গ্রামের বাসিন্দা। অভিযানকালে মোবাইল কোর্ট টিম ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা উৎঘাটন করে এবং তৎক্ষনাৎ ঘটনাস্থলের তিনজন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করে। আসামী পূর্বে গাঁজা সেবন করে ঐ এলাকার মেয়েদের উত্যক্ত করতো মর্মে জানা যায়। তার বাবাকে মোবাইল ফোনে কল দেয়া হলে তিনি জানান, আসামী তার পরিবারের অন্যান্যদের উপর অত্যাচার করে এবং তার এধরণের অভ্যাসের কথা তার বাবা ও স্বীকার করেন।

আসামীর এ ধরণের অপরাধ প্রমানিত হলে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর আওতায় ১০০ টাকা জরিমানা ও তিন (০৩) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন লাখাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াছিন আরাফাত রানা।
অভিযানে সর্বাত্বক সহযোগিতা করেন এস.আই মোঃ নূর সোলেমান এর নের্তৃত্বে লাখাই স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ সদস্য ও স্থানীয় জনসাধারণ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2020 shaistaganj.com
Theme Dwonload From ThemesBazar.Com
themesbazarshaista41
error: Content is protected !!