হবিগঞ্জ প্রতিনিধি ঃ হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া গ্রামে টাকা পাওয়ানা দিয়ে দু‘দল লোকের সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার সকালে এ ঘটনাটি ঘটে। জানাযায়, ওই গ্রামের আফজল মিয়া ও ফরিদ মিয়ার মাঝে ৫ হাজার টাকা পাওয়া নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জাড়িয়ে পরে।
সংঘর্ষ চলাকালে বাড়ি ঘর ভাংচুর ও লুট পাটের ঘটনা ঘটে। গুরুত্বর আহত অবস্থায় শাজাহান মিয়া (৩০) খাদিজা বেগম (১০) আলেয়া বেগম (২৫) সারাজ মিয়া (২২) আফজল মিয়া (২২) খেলা মিয়া (২০) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।