চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ আজ শনিবার বহুল প্রতিক্ষিত হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে।
দীর্ঘ ১৫ বছর ছাত্রলীগের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে প্রাণ চাঞ্চল ফিরে এসেছে।
কাউন্সিলকে ঘিরে পৌর শহর এখন নানা সাজে সজ্জিত করা হয়েছে। নেতাকর্মী আর প্রার্থীদের ছবি সম্ভলিত ফেস্টুন আর ব্যানারে ছেয়ে গেছে পুরো শহর। একই দিনে চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রলীগেরও কাউন্সিল অনুষ্ঠিত হবে।
সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথি থাকবেন হবিগঞ্জ-৪ আসনের এমপি অ্যাডভোকেট মাহবুব আলী।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, কেন্দ্রীয় ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট নাইম হাসান, জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক রাজ চৌধুরী ও সেক্রেটারি মুকিদুল ইসলামসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
প্রায় ১৫ বছর আগে চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। সেই কাউন্সিলে মোস্তাফিজুর রহমান রিপন সভাপতি ও সাইফুল আলম রুবেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। তারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মাধ্যমে দায়িত্ব পালন করেছে। বলিষ্ঠ নেতৃত্ব না থাকায় কমিটি হয়নি দীর্ঘদিন।
বর্তমান জেলা কমিটি দায়িত্ব পাওয়ার পরই জেলাকে নতুন করে সাজানোর উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় আজ অনুষ্ঠিত হচ্ছে চুনারুঘাট উপজেলা ও কলেজ ছাত্রলীগের কমিটি।
এ কাউন্সিলকে ঘিরে উজ্জীবিত হয়েছে চুনারুঘাটের ছাত্রলীগ। বর্তমান সভাপতি সেক্রেটারিসহ সম্ভাব্য প্রার্থীরা গত কয়েক মাস বিভিন্ন ইউনিয়নে ঘুরেছেন কমিটি গঠন নিয়ে। কাউন্সিল ও সম্মেলনকে সামনে রেখে প্রত্যেক ইউনিয়নে ব্যাপক প্রচারণা চালানা হয়েছে। ফলে আজ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্চে এ কাউন্সিল। কাউন্সিলের পুর্বে অনুষ্ঠিত হবে সম্মেলন। পরে অনুষ্ঠিত হবে কাউন্সিল। ঐ কাউন্সিলে আলোচনার ভিত্তিতেই কমিটি গঠন করা হবে বলে জানা গেছে।
উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে সম্ভাব্য যেসব প্রার্থীরা প্রচার-প্রচারণা চালিয়েছেন তারা হলেন- সভাপতি পদে সাইদুল আলমগীর, পৌর ছাত্রলীগের আহবায়ক সোহেল আরমান, মহসিন আহমেদ, মাহমুদ খায়ের, সুপ্রিয় বনিক, ডালিম আহমেদ, মোহাম্মদ বিলাল মিয়া, রুবেল আহমেদ, সেক্রেটারি পদে কলেজ ছাত্রলীগ সভাপতি ইফতেখার আলম রিপন, শাহজাহান শামী, হিরন মিয়া। জানা গেছে, এর বাইরেও প্রার্থীথা ঘোষনা হতে পারে সম্মেলনে।