নবীগঞ্জ প্রতিনিধিঃ
নবীগঞ্জের কামড়াখাই গ্রামের ধর্ষন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সাদিকুর রহমান (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ। সে দীর্ঘ ৩ বছর পলাতক ছিল। গতকাল শনিবার সন্ধায় তাকে গ্রেফতার করা হয়। ধৃত সাদিকুর রহমান ওই গ্রামের মৃত মকলিছ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জনাযায়, বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের কামড়াখাই গ্রামের সাদিকুর রহমানের ছেলে সাদিকুর রহমান প্রায় ৩ বছর আগে একটি ধর্ষন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামী হয়। মামলা ওয়ারেন্টের পর থেকে সে আত্মগোপনে থাকে। ৩ বছর আত্মগোপনে থাকার পর গতকাল শনিবার সন্ধা ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইনাতগঞ্জ পুলিশ ফাঁিড়র ইনর্চায ধর্মজিত সিনহার নেতৃতে একদল পুলিশ অভিযান চালিয়ে বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের ফারম বাজার নামক এলাকা থেকে গেফতার করে।