দৈনিক শায়েস্তাগঞ্জ ডেস্ক :
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ফ্রেরুয়ারী) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, শায়েস্তাগঞ্জকে একটি মডেল উপজেলায় রুপান্তর করতে চাই।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল,উপজেলা ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার।
সভায় আরও বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত ) উত্তম কুমার দাশ , শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল খান, দাউদনগর বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সাবেক সাধারন সম্পাদক আতাউর রহমান মাসুক,সাবেক জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ সরদার,
শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী, জুহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাবউদ্দিন, রেলওয়ের পুলিশ ফাড়ির আইসি মীর সাব্বির আহমেদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অসিত দাশ মন্টু, শায়েস্তাগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি কামরুজ্জামান আল রিয়াদ, রিপোটার্স ক্লাবের সভাপতি মোঃ মামুন চৌধুরী প্রমুখ।
এর আগে প্রধান অতিথি এমপি আবু জাহির উপজেলার অসহায় নারী পুরুষের মাঝে ৩ লাখ টাকার চিকিৎসা সহায়তা চেক বিতরন করেন।
আইন শৃংখলা মিটিং শেষে প্রধান অতিথি উপজেলা পিঠা মেলারও উদ্ধোধন করেন।