নিজস্ব প্রতিনিধি, ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ দেউন্দি সড়কের মোড়ে গাড়িচাপায় অজ্ঞাত নারীর (৪০) মৃত্যু হয়েছে।
রোববার রাত প্রায় সাড়ে ৯টার দিকে ওই নারীকে অজ্ঞাত গাড়ি চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা লাশ দেখে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।