স্টাফ রিপোর্টার ॥
হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ও ডিবিসি নিউজ এর হবিগঞ্জ প্রতিনিধি মোঃ ফজলুর রহমানের মাতা মোছাঃ রহিমা খাতুন গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় হবিগঞ্জ শহরের পিটিআই সড়কস্থ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
ওই দিন বিকাল ২টায় রিচি শাহী ঈদগাহ মাঠে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
জানাযা শেষে রিচি ঈশান কোনা কবরস্থানে মরহুমার শ্বশুড়ের পাশে চিরশায়িত করা হয়।
এদিকে মোছাঃ রহিমা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডঃ ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এডঃ আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ডাঃ মুশফিক হুসেন চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডঃ আলমগীর চৌধুরী, হবিগঞ্জ পৌর মেয়র মোঃ আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, চৌধুরী মোঃ ফরিয়াদ, বর্তমান সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল সহ বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।
পৃথক পৃথক বিবৃতিতে তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সবমেদনা জ্ঞাপন করেন।