বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশন এর ইফতার মাহফিল অনুষ্ঠিত
বানিয়াচং প্রতিনিধি:
হাফেজদের বৃহৎ সামাজিক সংগঠন বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশন এর উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) গ্যানিংগঞ্জ বাজারস্থ মডেল প্রেসক্লাব কার্যালয়ে ফাউন্ডেশন এর সভাপতি হাফেজ শিব্বির আহমদ আরজু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা তাওহীদুল ইসলামের সঞ্চালণায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহফিজুল কোরআন মাদ্রাসার প্রধান পরিচালক হাফেজ বশির উদ্দিন ও শরীফ উদ্দিন জামে মসজিদের খতিব মাওলানা আবুল আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক সমকাল প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি লিলু আহমেদ, ফাউন্ডেশন এর সিনিয়র সহসভাপতি মুফতি আবু ছালেহ মিছবাহ, সহ-সভাপতি হাফেজ মাওলানা শাহনুর ও হাফেজ মামুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ফখরুদ্দিন,
কোষাধ্যক্ষ হাফেজ সুহাইল আহমদ, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা ইকবাল হোসাইন, সহ-আন্তর্জাতিক সম্পাদক হাফেজ মাওলানা নুরুল ইসলাম, নির্বাহী সদস্য হাফেজ আবিদুর রহমান, হাফেজ মাওলানা জাসেদ আহমদ, হাফেজ মাসুম বিল্লাহ ও সংবাদপত্র এজেন্ট মোস্তাকিম আহমদ প্রমুখ।