শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ট্রেড লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ৭টি দোকানে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক।
সোমবার দুপুর ১২টার দিকে শহরের ড্রাইভার বাজার ও পুরানবাজারের মুদি মালের দোকানে এ অভিযান পরিচালনা করেন জেলা নিবার্হী ম্যাজিস্ট্রেট সেজুঁতি ধর। এসময় ৭টি দোকনে সাড়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
শায়েস্তাগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ জানান, জরিমানাকৃত মুদি দোকানে ট্রেড লাইসেন্স, মূল্য তালিকা না থাকায় ও পণ্য সামগ্রীর বস্তা খোলা রাখার অপরাধে প্রতিটি দোকান মালিককে ১৫শ টাকা করে জরিমনা আদায় করা হয়।