শিব্বির আহমদ আরজু, বানিয়াচং থেকে :
ইরানে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১১০টি দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জনকারী বিশ্বজয়ী হাফিজ বশির আহমদ, চ্যানেল নিউজ টুয়েন্টিফোর আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা “কুরআনের নুর“ অনুষ্ঠানে ৩য় স্থান অর্জনকারী হাফিজ আব্দুর রহমান বিন নুর ও মারকাজুল হুফ্ফাজ ফাউন্ডেশন কর্তৃক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী হাফিজ তানযীমুল ইসলাম রিয়াদ‘কে সংবর্ধনা দিয়েছে বানিয়াচং ইসলামী যুব সমাজ।
রবিবার (১৪ এপ্রিল) সকাল ১০ টায় যুব সমাজের সভাপতি মুফতি নাসির উদ্দিন সৌরভ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা বশির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল আলম আনসারী ও হাফেজ সুহাইল আহমদ এর যৌথ সঞ্চালনায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ গণসংবর্ধনা প্রদান করা হয়।
এসময় সম্মানীত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, খেলাফত মজলিসের আমির আল্লামা আব্দুল বাছিত আজাদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, উপজেলা পরিষদ চেয়াম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসাইন,জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের নায়েবে আমির শায়খুল হাদিস আল্লামা আব্দুর রব ইউসূফী,
উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, মাওলানা শায়েখ মুখলিছুর ররহমান, সাবেক উপজেলা চেয়াম্যান ইকবাল হোসেন খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, ক্বারী কমর উদ্দিন,
মাওলানা আব্দুল জলিল ইউসুফী, মুফতি জুনাইদ আহমদ, মাওলানা মুজিবুর রহমান, মুফতি মোঃ হুযাইফা, মাওলানা শায়খ সিরাজুল ইসলাম, মাওলানা এখলাছুর রহমান রিয়াদ, আশরাফ হোসেন খান সুমন ও মুফতি তাফাজ্জুল হক প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা মশিউর রহমান, মাওলানা আবুল আহমদ, মুফতি মোবাশ্বির আহমদ খান, হাফেজ শহিদুল ইসলাম, মাওলানা বশির আহমদ, মুফতি মঈনুল ইসলাম, মাওলানা মিসবাহ উজ্জামান খান, হাজী ইমরান মিয়া, হাফেজ এনামুল হক, মাওলানা ইমরান আহমদ উসমানীসহ সর্বস্তরের উলামায়ে কেরাম, বিভিন্ন জনপ্রতিনিধি, সুশীল সমাজ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সহস্রাধিক তাওহীদি জনতা।