খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট থেকে ঃ
হবিগঞ্জের চুনারুঘাটে কর্মরত সাংবাদিকদের সাথে ক্রেলের উদ্যোগে ও এইএসএইড’র অর্থায়নে আয়োজিত সভায় রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারন্য ও সাতছড়ি জাতীয় উদ্যান কর্ম এলাকার বিভিন্ন দিক নিয়ে প্রকল্প সর্ম্পকে বিভিন্ন কাজ উপস্থিত সাংবাদিকদের মাঝে অবহিত করেন কমিউনিকেশন অফিসার ইলিয়াস মাহমুদ পলাশ। গতকাল সোমবার বিকাল ৩ টায় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চুনারুঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী। সাইট অফিসার অর্জুন চন্দ্র দাসের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবির। বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট প্রেসক্লাবের সেক্রেটারী মোঃ জামাল হোসেন লিটন, লাইডলিলুড ফ্যাসিলিটেটর মোঃ শরিফুজ্জামান। অন্যানদের মাঝে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি মহিদ আহমদ চৌঃ, জাহাঙ্গীর আলম, সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক ইসমাইল হোসেন বাচ্ছু, সদস্য এসএম সুলতান খান, ফারুক মাহমুদ, ওয়াহিদুল ইসলাম জিতু, ফখরুদ্দিন আবদাল, সাইফুল ইসলাম, এস আর রুকেবল, খন্দকার আলাউদ্দিন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের অবস্থান থেকে মাল-মন্দ দুটি বিষয় গনমাধ্যমে তুলে ধরা উচিৎ। ক্রেলের কাজের জন্য তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। বন সম্পদ ও বন্যপ্রাণী রক্ষায় সকলকে সচেতন হতে হবে। প্রসঙ্গ, ক্রেলের বিভিন্ন প্রকার সচেতনতা বিষয়ক প্রশিক্ষনে রেমা-কালেঙ্গা অভায়রণ্যে ১২ শত৫৯ জন ও সাতছড়ি জাতীয় উদ্যানে ১৪শ’৩২ জন নারী- পুরুষদের উপকিত হয়েছে এবং এর ফলে তারা বন বিভাগকে গাছ পাচার থেকে বিরত রয়েছে বলে জানান।