এফ এম খন্দকার মায়া, চুনারুঘাট :
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় দীর্ঘ দুই দিন পরে চুনারুঘাট পৌরসভায় বিদ্যুৎতের আলোর দেখা পেল প্রায় পাঁচ শতাধিক পরিবার।
গেলো বুধবার ঝড়ের দেখায় বিদ্যুৎ গেলে আর ফেরত আসেন নি তিন দিন দু’রাত।কি কারনে এমন দীর্ঘ লোডশেডিং তাও জানানোর প্রয়োজন মনে করেনি চুনারুঘাট এ গ্রেডের পৌরসভা সহ স্থানীয় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। ফলে পৌরসভার ৮নং ওয়ার্ডসহ আবাসিক অনাবাসাসিক প্রায় পাঁচ শতাধিক পরিবার ছিলো বিদ্যুৎ বিহীন।আবাসিক এলাকা হওয়ার সুবাদে বেশিরভাগ পরিবারই গভীর অগভীর নলকূপের ব্যবহারকারী।ফলে তাদের পরিবার কে পরতে হয় রীতিমতো হুমকির মুখে।রান্নাবান্না,গোসল,খাওয়া সহ নিত্য দিনের ব্যবহারে শুরু হয় এ পাড়া ও পাড়া ছুটাছুটি।উপায় না পেয়ে স্থানীয় বাসিন্দাগণ জনপ্রতিনিধি সহ স্থানীয় গন্যমান্যদের অবগত করেন।
এ বিষয় পল্লী বিদ্যুৎ সমিতির চুনারুঘাট শাখার জরুরি মুঠোফোন নাম্বারে যোগাযোগ করা হলে রিসিভ না করে নাম্বার ব্লক লিষ্টে রাখা অভিযোগ সহ স্থানীয় ডিজিএম জুনাইদুর রহমানের মুঠোফোনে কল দিলে তিনিও রিসিভ করেন নি বলে অভিযোগ করেন।
এ বিষয় পৌর মেয়র সাইফুল আলম রুবেলের মুঠোফোনে যোগাযোগ করা হলেও নাম্বার বন্ধ পাওয়া যায়।
হবিগঞ্জ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির ভারপ্রাপ্ত জিএম গোলাম কাউছার কে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি যথাযথ চেষ্টা করে সংযোগ দেয়ার আশ্বস্ত করে স্থানীয় পাহাড়ের এলাকায় কাজ চলমান বলে জানান।