বাহার উদ্দিন :
হবিগঞ্জের লাখাইয়ে আল-খিদমা রক্তদান সোসাইটির ফ্রি_ব্লাড_গ্রুপ_টেস্ট_কর্মসূচি- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
আখরস পরিবার এর বৃহস্পতিবার(২৫ এপ্রিল) সকাল থেকে সেচ্ছাসেবীদের আর্থিক ও শারিরীক সহযোগিতায় লাখাই উপজেলার ভাদিকারা ইসলামিয়া মাদ্রাসায় অর্ধশতাধিক ছাত্র-শিক্ষকের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন হয়েছে।
এতে উপস্থিত ছিলেন আখরস পরিবার এর প্রতিষ্ঠাতা পরিচালক কাজী মইনুল ইসলাম, সহ পরিচালক আহমেদ আকাশ সজীব, সহ সভাপতি আল হাসান শাকিব, ভাদিকারা ইসলামিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক ফাইজুল করিম, লাখাই থানা মসজিদের ঈমাম মাওলানা মহিবুর রহমান সহ উক্ত মাদ্রাসার একাধিক ছাত্র শিক্ষক।