হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ শহরে পকেটমারদের সর্দার আব্দুল আওয়াল (৩৫) কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সে মোহনপুর গ্রামের মৃত আকবর আলীর পুত্র।
গতকাল শুক্রবার দুপুরে সদর থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব এর নির্দেশে এসআই কৃষ্ণধন সরকার একদল পুলিশ শহরের বেবিস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, সে দীর্ঘদিন ধরে সিন্ডিকেট করে ব্যাংক ও জনসমাগম থেকে পকেটমারাসহ ছিনতাই করে আসছিলো। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
গত বৃহস্পতিবার জনৈক মহিলা চৌধুরী বাজার সোনালী ব্যাংক থেকে ৪০ হাজার টাকা নিয়ে ফেরার পথে তার টাকা ছিনতাই করে নিয়ে যায়। এসব অভিযোগ পুলিশের নজরে আসে। এর প্রেক্ষিতে অন্যদের ধরতেও অভিযান চালানো হবে বলে জানায় পুলিশ।
শুক্রবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।