লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাইয়ে স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের উপ-পরিদর্শক (এস আই) ভজন চন্দ্র দাস সঙ্গীয় পুলিশ ফোর্স সহ অভিযান চালিয়ে নবী হোসেন নামে এক পলাতক আসামী কে গ্রেপ্তার করেছে।
লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, কিশোরগঞ্জ আমলী আদালত (অষ্টগ্রাম থানা) এর সিআর ৬০৩(১) ২৩ ইং মামলার আসামি স্বজনগ্রাম (আয়নারটুক) গ্রামের স্বরাজ মিয়ার ছেলে নবী হোসেন (২৮) কে পুলিশের উপ-পরিদর্শক ভজন চন্দ্র রায় মঙ্গলবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে অভিযান চালিয়ে আসামীর বাড়ী থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
গ্রেপ্তারকৃত আসামীকে বুধবার (১লা মে) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে।