চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
বাইরে রোদের তীব্র তাপে শ্রমজীবী মানুষদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে একটু স্বস্তি দিতে সাধারণ মানুষের মাঝে বোতলজাত পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করেছে চুনারুঘাট উপজেলা বিএনপি।
শনিবার (৪ মে ) দুপুরে কেন্দ্রীয় বিএনপির সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, সাবেক এমপি ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শাম্মী আক্তার শিপার নেতৃত্বে চুনারুঘাট পৌরসভার মধ্য বাজার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় পথচারী, দিনমজুর, রিকশাচালক, খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সকল শ্রমজীবী সাধারণ মানুষের মাঝে বোতলজাত পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির সদস্য ও চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দিন সামছু, জেলা বিএনপির সদস্য এডভোকেট আঃ হাই, চুনারুঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম টুলু, সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামছুল হক তালুকদার, চুনারুঘাট উপজেলা যুবদলের সদস্য সচিব কমিশনার লুৎফুর রহমান জালাল, পৌর কৃষক দলের আহ্বায়ক কমিশনার ফরিদ মিয়া তালুকদার, দেওরগাছ ইউনিয় বিএনপির সাধারন সম্পাদক আফজাল খাঁন, আহম্মাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি সালেহ উদ্দিন বাবরু, চুনারুঘাট ছাত্রদলের সদস্য সচিব মারুফ আহমেদ, চুনারুঘাট পৌর ছাত্রদলের আহ্বায়ক সাইফুর রহমান সুজন, সদস্য সচিব শাহ প্রান্ত, চুনারুঘাট কলেজ ছাত্রদলের সদস্য অলিউর রহমান, পৌর ছাত্রদলের সদস্য রিপনসহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
কেন্দ্রীয় নেত্রী শাম্মি আক্তার শিপা বলেন, প্রচন্ড খরতাপে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, সেজন্য আমাদের পার্টির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সারাদেশেই আমাদেরই কর্মসূচি চলছে। সাধারণ মানুষ যাতে বাঁচতে পারে তাদেরকে খাবার স্যালাইন, পানি, জুস যে যেভাবে পারছি সাধারণ জনগণের মাঝে বিতরণ করছি। এধরনের বিতরণ অব্যাহত আছে।