নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জঃ হবিগঞ্জে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সিনিয়র সহকারী কমিশনার মো. নূরুজ্জামান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এইচ এম আরিফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় মাছিযুক্ত পচা খেজুর বিক্রির দায়ে একটি ফলের দোকানকে ৩ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় ৪টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা, পাটজাত মোড়ক ব্যবহার না করায় ২ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ওজন সঠিক না থাকায় বেশ কিছু দাঁড়িপাল্লা জব্দ করে ভ্রাম্যমাণ আদালত।