সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনের নীচে কাটা পড়ে মানিক মিয়া ( ৪৫) নামে এক ব্যক্তির দুই পা খন্ডিত হয়েছে ।
মঙ্গলবার ( ১৪ মে ) ভোর বেলায় শায়েস্তাগঞ্জ উপজেলার পৌরশহরে পুরান থানার পেছনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার সকালে মানিক মিয়া রেললাইন উপর দিয়ে হাটাহাটি করছিল । এ সময় সুরমা মেইল ট্রেনের নীচে তার দুই পা খন্ডিত হয়।
এ খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনা স্থল থেকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা আধুনিক হাসপাতালে নিয়ে যায়।
চিকিৎসক তার অবস্থা আশংকা হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করে।
আহত মানিক মিয়া উপজেলার গৌরাঙ্গের চক গ্রামের মান্নান মিয়ার ছেলে।
শায়েস্তাগঞ্জ রেল জংশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার গৌর প্রসাদ দাস পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ভোর বেলায় সম্ভবত সুরমা মেইল ট্রেনের নিচে পড়ে এ দুর্ঘটনা ঘটে।