শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :
‘ভোট আইলে কতজাতের মাত হুনা যায়,খারাপ মানুষের চরিত্রও ফুলের মতো পবিত্র কইয়া প্রচার করইন। আর সবাই গরীব দুখী মানুষের বন্ধু অইয়া যাইনগা। সারা বছর তারা কই তাকইন ? সুখে দুখে শায়েস্তাগঞ্জে একজন মানুষ সব সময় গবীর মানুষের পাশে থাকইন। ঈদো চান্দো, রোজাত তাইন আমরার খবর লইন। এইন অইলা জালাল উদ্দিন রুমি। মার্কা অইলো তালা, মানুষ তাইন খুব ভালা। এবারের উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী জালাল উদ্দিন রুমি সম্পর্কে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেন মহলুল সুনামের বাসিন্দা জাহানারা খাতুন(৬০)।
শায়েস্তাগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা জালাল উদ্দিন রুমি হবিগঞ্জ সেন্ট্রাল ক্রিয়েটিভ কলেজের উপাধ্যক্ষ। তিনি উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক, কাউকে বাদ দিয়ে নয়’ সংস্থার সিলেট বিভাগের সভাপতি, শায়েস্তাগঞ্জ রেলওয়ে মুক্ত স্কাউটের সাধারন সম্পাদক। দৈনিক আজকের পত্রিকার শায়েস্তাগঞ্জ প্রতিনিধি, চ্যানেল এসের প্রযোজক জালাল উদ্দিন রুমি বিরামচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হযরত মিরান শাহ হিফজুল কোরআন মাদ্রাসার সভাপতি, ওয়েভ ফাউন্ডেশন, সুশাসনের জন্য নাগরিক(সুজন) শায়েস্তাগঞ্জ শাখার চেয়ারপার্সন।
এ ছাড়া তিনি নানা সামাজিক,সাংস্কৃতিক ও মানবিক কাজের সাথে সমপৃক্ত রয়েছেন।
শিক্ষক, সাংবাদিক ও সংগঠক জালাল উদ্দিন রুমি বলেন, ছোট বেলা থেকেই সাধ্য মতো মানুষের জন্য কাজ করে আসছি। বিভিন্ন স্তরের মানুষের সাথে পরিচয় রয়েছে আমার।
নির্বাচিত হলে নিজের মেধা, শ্রম ও যোগ্যতার সর্বোচ্চটা বিনিয়োগ করে শায়েস্তাগঞ্জবাসীর সেবা করার চেষ্টা করবো। যেখানেই যাচ্ছি ব্যাপক সাড়া পাচ্ছি। বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।