নিজস্ব প্রতিনিধিঃ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জিএস ব্রাদার্স সিএনজি স্টেশনের মালিক মোহাম্মদ গাজীউর রহমানের ছোট বোন সমতা খাতুন লন্ডনের ক্যামডেন সিআইআর-এর মেয়র নির্বাচিত হলেন।
তিনি গত ১৫ই মে ক্যামডেন সিআইআর মেয়র হিসাবে শপথ গ্রহন করেন।
গত চৌদ্দ বছর ধরে তিনি ক্যামডেনের বরো সামারস টাউন নির্বাচনী এলাকার কাউন্সিলর হিসেবে অক্লান্তভাবে দায়িত্ব পালন করছেন।
ওই সময়ে তিনি ডেপুটি হুইপ, হাউজিং চেয়ার এবং ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি নিউ হরাইজন ইয়ুথ সেন্টারের ট্রাস্টি, সেন্ট প্যানক্রাস ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টি, এডিথ নেভিল প্রাইমারি স্কুলের প্যারেন্ট গভর্নর, বাংলা শূরের কোষাধ্যক্ষ এবং চুনারুঘাট অ্যাসোসিয়েশনের মহিলা অফিসার সহ ক্যামডেনে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী ভূমিকা পালন করেছেন।
তিনি বর্তমানে ওয়ার্কিং মেনস কলেজের গভর্নরও। এখন ২০২৪-২০২৫ এর জন্য নির্বাচিত মেয়র হিসাবে তিনি ক্যামডেনের পুরো বরোতে কাজ করবেন।
সমতা খাতুন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের মরহুম হাজী আলী আসকর জমাদারের মেয়ে এবং বিশিষ্ট ব্যবসায়ী, চুনারুঘাট অ্যাসোসিয়েশন ইউকে’র সভাপতি, লন্ডন প্রবাসী মো. গাজীউর রহমান গাজীর ছোট বোন।
তিনি বানিয়াচং ঐতিহ্যবাহী সাগরদীঘি পশ্চিম পাড় খান বাড়ির পুত্রবধূ ও দানবীর ছিদ্দিক হোসেন খান ফাউন্ডেশনের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন খান টিপুর সহধর্মিনী।
সাবেক মন্ত্রী সিরাজুল হোসেন খানের ভাতিজা সাজ্জাদ হোসেন খান একজন সফল ব্যবসায়ী, সমাজসেবক ও কমিউনিটির প্রিয়মুখ।
মেয়র নির্বাচিত হওয়ার তাকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাজ্য বিভিন্ন কমিউনিটি, বিভিন্ন সামাজিক, সাংকৃতিক সংগঠন,চুনারুঘাট ইউকে সমিতি,শায়েস্তাগঞ্জ জিএস ব্রাদার্স সিএনজি স্টেশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
সবাই মনে করেন মেয়র শমতা খাতুন যুক্তরাজ্য সহ হবিগঞ্জের মানুষের জন্য বিপুল আনন্দ ও গর্ব বয়ে নিয়ে এনেছেন এবং তিনি ক্যামডেনের জনগণকে দায়িত্বশীলতার তার উপর অর্পিত দায়িত্ব পালন করে যাবেন।