বাহার উদ্দিন :
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন কে সামনে রেখে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ রক্ষার্থে পিএফজির মানব বন্ধন ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১মে) দুপুর ১২ টায় হবিগঞ্জে জেলা প্রশাসক কার্যালয়ের সমানে, পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (PFG) ও ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (YPAG) এর উদ্যোগে মানববন্ধন ও লিফটের বিতরণ কর্ম সূচী পালন করা হয়।
গনতন্ত্রের অন্যতম পূর্বশর্ত হচ্ছে নির্বাচন, যা গনতন্ত্রায়নের একটি অবিচ্ছেদ্য অংশ, শান্তিপূর্ণভাবে নাগরিকদের ভোটে জয় এবং পরাজয় নির্ধারণই এর লক্ষ্য হলেও উন্নত এবং উন্নয়নশীল সব দেশেই নির্বাচনী সহিংসতা ভিন্ন মাত্রার স্পষ্টতলক্ষ্য করা যায়। বাংলাদেশ ও এক্ষেত্রে ব্যতিক্রম নয়, যা কারোই কাম্য নয়। তাই নির্বাচন কেন্দ্রীক সহিংসতা প্রতিরোধে,জন সাধারণ ও ভোটারদের মধ্যে সচেতনতা তৈরী করতে মানববন্ধন ও লিফটের বিতরণ কার্যক্রম পরিচালনা করে পিএফজি হবিগঞ্জ সদর উপজেলা শাখা।
এতে উপস্থিত ছিলেন,মিপিস এর ফিল্ড কো-অর্ডিনেটর আকলিমা চৌধুরী, পি এফ জি সদস্য মোঃরফিকুল ইসলাম, সাবেক কমিশনার সামসু মিয়া, এম এ ওয়াহেদ, আব্দুল হান্নান, পাপু রানী সুত্রধর, রঞ্জন কুমার রায়, মোতালিব তালুকদার দুলাল, সাংবাদিক শাহআলম, রুশন আলী, ইয়ুথ লিডার পিয়ালী দেব, ও মিজানুর রহমান মিজান প্রমূখ।