বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের বাহুবল উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হাফেজ মাওলানা কামরুল ইসলাম উন্নত এবং সমৃদ্ধশীল উপজেলা বিনির্মানে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।
বৃহস্পতিবার (২৩ মে) বিকেলে বাহুবলের শতাব্দীর প্রাচীন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাসিমুল উলুম মাদ্রাসা হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় নবনির্বাচিত এ জনপ্রতিনিধি সাংবাদিকদের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, সাংবাদিকগন হলেন জাতির বিবেক। সেই মহান অবস্থান থেকে সাংবাদিকরা দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারেন। তিনি ষষ্ঠ ধাপের দ্বিতীয় পর্যায়ে উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত করায় বাহুবল উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।
উক্ত মতবিনিময় সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রবীন আলেম মাওলানা আব্দুল্লাহ আকিলপুরী, বাহুবল কাসিমুল উলুম মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আজিজুর রহমান মানিক, মাওলানা বশির আহমদ, মাওলানা আব্দুল কাইয়ুম জাকী, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নুর, ফয়সল আহমেদ চৌধুরী, মাওলানা নুরুল আমিন, সাঈদ আহমদ, এম সাজিদুর রহমান, এফ আর হারিছ, সামিউল ইসলাম সহ আরও অনেক।