লাখাই প্রতিনিধি :
হবিগঞ্জের লাখাইয়ে বিবাড়িয়া জেলার নাসিরনগর থানার হত্যা মামলার পলাতক আসামি রুমান মিয়াকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশের উপ-পরিদর্শক(এসআই) জিকরুল ইসলাম সঙ্গীয় পুলিশ ফোর্স সহ বৃহস্পতিবার (২৩ মে)দিবাগত রাতে অভিযান চালিয়ে উপজেলার ২ নম্বর মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি বাজার এলাকা থেকে রুমান মিয়াক গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোড়াকরি গ্রামের মোছন মিয়ার ছেলে মোঃ রুমান মিয়া।
গ্রেপ্তারকৃতকে শুক্রবার (২৪ মে)হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতার এর বিষয়টি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের।